জাজিরায় মারা যাওয়া ওসির বাড়ী মুলাদীতে জাজিরায় মারা যাওয়া ওসির বাড়ী মুলাদীতে - ajkerparibartan.com
জাজিরায় মারা যাওয়া ওসির বাড়ী মুলাদীতে

4:36 pm , January 9, 2025

মুলাদী প্রতিবেদক ॥ শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শরীয়তপুরের জাজিরা থানা ভবনের তৃতীয় তলার নিজ কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। আল আমিন বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের কাজিরচর গ্রামের মৃত হাজী বেলায়েত হোসেন বেপারীর ছেলে। ৩ ভাই ও ২ বোনের মধ্যে সবার ছোট ছিলেন তিনি। তার মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। ওসি আল আমিনের ভাই মধুমতি ব্যাংকের কর্মকর্তা আবুল কালাম জানান, আল আমিনের স্ত্রী এবং রাদিয়া ও রাফিয়া নামে ২টি জমজ মেয়ে রয়েছে। মেয়েরা ঢাকার ভিকারুন্নেছা নূন স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। তারা গ্রামের বাড়িতে খুব একটা আসতেন না। ২০২৩ সালে মা মারা যান এবং ৪ মাসের মাথায় বড়ভাই আব্দুস সালামের মৃত্যু হয়। বৃহস্পতিবার দুপুরের পরে ছোট ভাইয়ের মৃত্যু সংবাদ পেয়ে জাজিরা থানায় ছুটে যান তিনি।
আবুল কালাম আরও বলেন, বেশ কিছুদিন ধরেই আল আমিন মানসিক চাপে ছিলেন। তবে কোন বিষয় নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তা কারও সঙ্গে শেয়ার করেননি। আল আমিনের স্ত্রী শরিফুন্নেছা পপিও কিছু বলতে পারছেন না। সেও স্বামীর মৃত্যুর সংবাদ পেয়ে ভেঙে পড়েছেন।
আল আমিনের প্রতিবেশী মামুন মাতুব্বর বলেন, ওসি আল আমিন অনেক ভালো মানুষ ছিলেন। গ্রামের বাড়িতে বেশি না আসলেও অনেকের সঙ্গে ফোনে যোগাযোগ রাখতেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT