স্বামীর-স্ত্রীর নামে বিদেশে পাচার মামলা স্বামীর-স্ত্রীর নামে বিদেশে পাচার মামলা - ajkerparibartan.com
স্বামীর-স্ত্রীর নামে বিদেশে পাচার মামলা

4:24 pm , January 8, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ ভাল চাকরি দেওয়ার কথা বলে সৌদি আরবে পাচারের অভিযোগে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে। বিচারক  মামলাটি আমলে নিয়ে বিচারক সোহেল আহমেদ বিমানবন্দ থানার ওসিকে তদন্তের নির্দেশ দেন। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হলেন : রহমতপুর এলাকার  বাসিন্দা মো: সাইদুল খান ও তার স্ত্রী  নুপুর বেগম।। বাবুগঞ্জের দেহের গতি গ্রামের ইব্রাহিম মামলায় উল্লেখ করেন-ভাল চাকরি দেওয়ার কথা বলে পাঁচ লাখ টাকা নেয় আসামীরা। এরপর ২০২২ সালের ৭ই জুলাই সৌদি আরবে নিয়ে একটি রুমে আটকে রাখে। রুমে আটক রাখার পর শারীরিক এবং মানসিক নির্যাতন চালায়। পরে আসামিরা মাফিয়ার কাছে বিক্রি করে দেয়। ২০২৪ সালের ২৮ শে নভেম্বর বাংলাদেশে ফিরে আসে বাদি। বুধবার মামলা করলে বিচারক  তা আমলে নিয়ে বিমানবন্দর থানার ওসিকে তদন্তের নির্দেশ দেন। তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ  সরকারি তুহিন মোল্লা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT