3:39 pm , January 8, 2025
বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়া চাউলাকাঠি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন আরবি প্রভাষক (সিনিয়র) মাওলানা মো: ইয়াছিন। ওই মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ফজলুর রহমান অবসর গ্রহণ করায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ও শিক্ষা অধিদপ্তরের দুটি আলাদা প্রজ্ঞাপন নিয়ে জটিলতা সৃষ্টি হয়।এ নিয়ে মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আভ্যন্তরীণ কোন্দলের সৃষ্টি হলে মাদ্রাসার সভাপতি ও বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক মো: ওবায়দুল্লাহর নির্দেশনা মোতাবেক গত গত ৯ জানুয়ারী মঙ্গলবার সকাল ১০ টায় বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদুর রহমানের সভাপতিত্বে তার অফিস কক্ষে জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম। সভায় শিক্ষকদের সর্বসম্মতিক্রমে মাদ্রাসার আরবি প্রভাষক(সিনিয়র) মাওলানা ইয়াছিনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়।