3:38 pm , January 8, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ পিরোজপুরে র্যাব-৮ এর অভিযানে বিপুল পরিমানে নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৭ জানয়ারি) দুপুরে এই অভিযান পরিচালিত হয়।
র্যাব-৮ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বহেরাতলা এলাকায় সরকার কর্তৃক নিষিদ্ধ পলিথিন মজুদ থাকার তথ্য পাওয়া যায়। উক্ত সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-৮, পরিবেশ অধিদপ্তর পিরোজপুর এবং উপজেলা প্রশাসন, মঠবাড়িয়া এর একটি যৌথ আভিযানিক দল অভিযান করে। এসময় অবৈধ পলিথিন মজুদ ও ক্রয়-বিক্রয়ের অপরাধে মোঃ মহসিন মিয়া (৪৫) এবং মেহেদী হাসান (২৫) নামের দুইজনকে মোট তিন লক্ষ টাকা জরিমানা করে। তাদের হেফাজতে থাকা তিনটি গোডাউন থেকে মজুদকৃত ১১ টন (এগার হাজার কেজি) অবৈধ পলিথিন উদ্ধার করে। পরবর্তীতে, দন্ডপ্রাপ্ত ব্যক্তিদের পরিবেশ সংরক্ষণ আইনে মামলা দিয়ে অর্থদন্ডের আদায় ও পূণরায় এ ধরণের কর্মকান্ড না করার জন্য নির্দেশ প্রদান করে ছেড়ে দেওয়া হয়।