চাঁদাবাজ, মামলাবাজ ও মাদকের বিষয়ে সতর্ক করে কাউখালী বিএনপির মাইকিং চাঁদাবাজ, মামলাবাজ ও মাদকের বিষয়ে সতর্ক করে কাউখালী বিএনপির মাইকিং - ajkerparibartan.com
চাঁদাবাজ, মামলাবাজ ও মাদকের বিষয়ে সতর্ক করে কাউখালী বিএনপির মাইকিং

3:36 pm , January 8, 2025

কাউখালী প্রতিবেদক ॥ একটি জরুরি ঘোষণা কাউখালী উপজেলার সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে রাজনৈতিক নামধারী মাদকাসক্ত, টাউট-বাটপার ও অসাধু কিছু লোক বিভিন্ন রাজনৈতিক ছত্রচ্ছায়ায় ও প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে মানুষকে মামলা-হামলা ও তদ্বিরের কথা বলে আর্থিক লেনদেনে লিপ্ত আছেন, যা চাঁদাবাজির শামিল। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকা-ে কেউ লিপ্ত থাকলে আমাদের অথবা আইন প্রয়োগকারী সংস্থাকে জানানো অনুরোধ করা হলো।’ এভাবেই গত কয়েকদিন ধরে বিএনপির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে কাউখালীতে।
উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির ও সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ এর নির্দেশনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন সর্বস্তরের মানুষ।
জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পিরোজপুরের কাউখালী উপজেলায় একটি চক্র বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজী ও হয়রানি করছে।  এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে যত অপকর্ম হয়েছে তা শুধরে দেশকে নতুনভাবে গড়ে তুলতে গণ-মানুষের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কাউখালী উপজেলা বিএনপি বিভিন্ন কার্যক্রম শুরু করেছে। অপকর্ম বন্ধ ও পুলিশকে সহযোগিতা করতে উপজেলার প্রতিটি ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক এসএম আহসান কবির বলেন, ‘জনসাধারণকে সতর্ক করার জন্য আমরা (কাউখালী উপজেলা বিএনপি) এ রকম মাইকিং করছি। কারণ, কয়েকমাস ধরে বিভিন্ন নামে ও বিভিন্ন পরিচয়ে মানুষকে ভয় দেখিয়ে অর্থ আদায় করা হয়েছে। এর সঙ্গে উপজেলা বিএনপি কোনোভাবেই জড়িত না।
কাউখালী থানার ওসি সোলায়মান জানান, এ ধরনের মাইকিং আমি শুনেছি। এটা খুবই ইতিবাচক দিক।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT