বাউফলে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার ॥ আটক ৫ বাউফলে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার ॥ আটক ৫ - ajkerparibartan.com
বাউফলে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার ॥ আটক ৫

4:41 pm , January 6, 2025

নাসির উদ্দিন খান, বাউফল প্রতিবেদক ॥ বাউফল উপজেলার ব্যবসায়ী শিবানন্দ রায় বনিক ওরফে শিবু বনিক  (৭২) কে অপহরণের দুদিন পর উদ্ধার  করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার  দিবাগত রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের কচুয়া এলাকায় একটি মসজিদের পাশ থেকে তাকে উদ্ধার করে বাউফল থানা পুলিশ।
শিবু বণিককে উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন  বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।
আটককৃতরা হলেন-ঝালকাঠীর বালিঘোনা এলাকার মাসুদ শরীফ বালিগোনা ঝালকাঠি, নাজিরপুরের ডালিমা এলাকার জহির প্যাদা, বিধান, মিরাজ এবং ভোলার দক্ষিণ আইচা গ্রামের মাহফুজ।
গত  শুক্রবার কালাইয়া বন্দরের মার্চেন্ট পট্টি এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান ‘কানু প্রিয় ভান্ডারে’ দিনের হিসাব-নিকাশ করছিলেন শিবু বণিক। এ সময় তার দুই কর্মচারী শংকর, তাপস  তার সঙ্গে ছিলো। রাত আনুমানিক  সোয়া ১০টার দিকে ৭-৮ জন মুখোশধারী লোক সেখানে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং সিসি ক্যামেরা ভাঙচুর করে। অস্ত্রের মুখে দোকানের ক্যাশ থেকে প্রায় ৫ লাখ টাকা লুট করে। এরপর ব্যবসায়ী শিবানন্দ কে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে নিয়ে যায় । ব্যবসায়ী শিবু বণিককে উদ্ধারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে এলাকাবাসী এবং ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানান,  রবিবার  শিবু বণিককে উদ্ধারের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয় ব্যবসায়ীরা। পরে সোমবার ডিআইজি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ব্যবসায়ী ও এলাকাবাসীকে আশ্বস্ত করেন। এর পর পরই অপহরণকারীদের মধ্যে ৫ জনকে আটক করে পুলিশ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT