4:37 pm , January 6, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের বিশিষ্ট সঙ্গীত শিল্পী আহসান হাবিব দুলাল ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিলো ৭৩ বছর। গতকাল সকাল সাড়ে ৮ টার দিকে বগুড়া রোডের নিজ বাসভবনে তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহসান হাবিব দুলাল সঙ্গীত জগতে নানামুখী প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি একাধারে আধুনিক গানের সুরকার, গীতিকার এবং বরিশাল বেতারের বিশেষ গ্রেডের শিল্পী হিসেবে তালিকাভুক্ত শিল্পী ছিলেন এবং বেতারের সঙ্গীত প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেন। গতকাল তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। মরহুম আহসান হাবিব দুলাল দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিল সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি তিনি ঢাকার বারডেম থেকে দীর্ঘ চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে আসেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ৪ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। নগরীর বগুড়া রোডের মুন্সির গ্যারেজ এর প্রতিষ্ঠাতা মরহুম সাদের আলী মুন্সি তাঁর পিতা ছিলেন। গতকাল বাদ আছর বগুড়া রোড আল আমিন জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে তাকে মুসলিম গোরস্থানে দাফন দেয়া হয়।
এর আগে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, তাঁরই প্রতিষ্ঠিত স্বর্ণালি শিল্পী সংস্থা সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।