প্রশাসনের আশ্বাসে সকল কর্মসূচি প্রত্যাহার কোতয়ালীর এসআই মাজেদ কে বদলীর দাবী প্রশাসনের আশ্বাসে সকল কর্মসূচি প্রত্যাহার কোতয়ালীর এসআই মাজেদ কে বদলীর দাবী - ajkerparibartan.com
প্রশাসনের আশ্বাসে সকল কর্মসূচি প্রত্যাহার কোতয়ালীর এসআই মাজেদ কে বদলীর দাবী

4:36 pm , January 6, 2025

কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অফিস ভাংচুর ও লুটপাট
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অফিস ভাংচুর-লুটপাটের ঘটনায় দায়িত্ব অবহেলা ও আসামীদের সাথে যোগসাজসের অভিযোগ এনে বরিশাল কোতয়ালী মডেল থানার উপ পরিদর্শক মাজেদ কে প্রত্যাহের দাবী করা হয়েছে। একই সাথে ভাংচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী ইকবাল আজম খানসহ অন্যান্য আসামীদের গ্রেফতাদের দাবী জানানো হয়েছে। কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নেতৃবৃন্দের এই দাবী মেনে নিয়েছে পুলিশ প্রশাসন। এ কারণে বিক্ষোভ-মানববন্ধন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।
বরিশাল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আক্তারুজ্জামান হিরু বলেন, রোববার আমি ঢাকায় ছিলাম। বিভিন্ন মাধ্যমে সমিতির অফিস ভাঙচুরের বিষয়টি দেশের অনেক জেলার কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নেতৃবৃন্দ জানতে পারে। তারা আমাকে ফোন করে সোমবার একযোগে সারা দেশে সকাল ১০টায় মানববন্ধন করার কথা জানায়। ইতোমধ্যে বরিশাল উপ পুলিশ কমিশনার আলী আশরাফ ফোনে আমার সাথে যোগাযোগ করে আসামী ধরতে তাদের আন্তরিকতার কথা জানান এবং সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ করেন। প্রশাসনের আশ^াসে আমরা সব ধরনের কর্মসূচি প্রত্যাহার করি। তিনি আরো বলেন, সোমবার দুপুরে বরিশাল পৌঁছে পুলিশ কমিশনার, উপ পুলিশ কমিশনার এবং ওসি সাহেবের সাথে দেখা করেছি। তারা দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন।
কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, আসামীদের অবস্থান সনাক্ত করা হয়েছে। তারা বরিশালের বাইরে অবস্থান করছে। আমাদের একটি টিম তাদের ধরতে কাজ করছে। আশা করছি আমরা সফল হবো।
প্রসঙ্গত, শনিবার ভোররাতে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অফিস ভাংচুর ও লুটপাট করা হয়। পরে ৪ জনকে নামধারী ও ২০ /২৫জনকে অজ্ঞাত আসামী করে মামলা করে কর্তৃপক্ষ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT