3:52 pm , January 6, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ বর্ণাঢ্য আয়োজনে বরিশাল জেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।সোমবার বেলা সাড়ে ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউনহলের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধেন করেন টিইউসি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অশ্বিনী কুমার টাউনহলের সামনে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, ইমারত নির্মান শ্রমিকরা দীর্ঘদিন ধরে ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য লড়াই সংগ্রাম করে আসছে। এই সরকারের কাছে দাবি থাকবে ইমারত নির্মান শ্রমিকদের ৬ দফা দাবি বাস্তবায়ন করবেন। অন্যথায় শ্রমিকরা তাদের আন্দোলন অব্যাহত রাখবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আজম খান।