জমি উদ্ধারের দাবিতে হাতেম আলী কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন জমি উদ্ধারের দাবিতে হাতেম আলী কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন - ajkerparibartan.com
জমি উদ্ধারের দাবিতে হাতেম আলী কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

3:10 pm , January 5, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের জমি রক্ষার্থে কলেজের প্রধান গেটের সামনে মানববন্ধন করেছে সাধারন শিক্ষার্থীরা। সাধারন শিক্ষার্থীদের ব্যানারে বোববার দুপুর ১২ টায় এ মানববন্ধন করা হয়। শিক্ষার্থী আসাদুজ্জামান লাবিব মানববন্ধনে সভাপতিত্ব করেন। এ সময় শিক্ষার্থীরা স্বৈরাচার আওয়ামী লীগের অবৈধভাবে দখলকৃত নগরীর চৌমাথা লেকের পাড় সহ হাতেম আলী কলেজের অন্যান্য জমি উদ্ধারের দাবি জানান। পাশাপাশি শিক্ষার্থীরা কলেজের জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।  মানববন্ধন শেষে মিছিল সহকারে কলেজ অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT