ঝালকাঠিতে পরীক্ষা দিতে গিয়ে লাশ হয়ে ফিরলো শিক্ষার্থী ঝালকাঠিতে পরীক্ষা দিতে গিয়ে লাশ হয়ে ফিরলো শিক্ষার্থী - ajkerparibartan.com
ঝালকাঠিতে পরীক্ষা দিতে গিয়ে লাশ হয়ে ফিরলো শিক্ষার্থী

3:06 pm , January 5, 2025

ঝালকাঠি প্রতিবেদক ॥ বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি সমাজসেবা কার্যালয়ের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে রাজিন (১৮) নামের এক কলেজ শিক্ষার্থী। এসময় বাইকের পেছনে থাকা মাহিম নামের আরো এক শিক্ষার্থী আহত হয়েছে। নিহত রাজিন ঝালকাঠি বিকনা গাজীবাড়ী এলাকার শাহ আলম খলিফার ছোট ছেলে। রাজিন ঝালকাঠি সরকারী কলেজে একাদশ শ্রেনীর প্রথম বর্ষে অধ্যায়নরত ছিলেন। তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে চিকিৎসক।
নিহতের পরিবার জানায়, রবিবার সকাল ৯ টায় বাসা থেকে বের হয়ে পরীক্ষা দিতে কলেজে যায় রাজিন। কলেজের  আইডিকার্ড ফেলে আসায় আবারো বাড়ি এসে আইডি কার্ড নিয়ে পুনরায় কলেজে রওনা করে। সকাল ১০ টার কিছু আগে ঝালকাঠি সমাজসেবা কার্যালয়ের সামনে আসলে ইট পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রলী রাজিনের বাইকের পেছন থেকে চাপা দেয়। নিহতের বাবা শাহআলম খলিফা বলেন, ঘটনার পর আহত সন্তানকে নিয়ে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতাল পরে বরিশাল শের-ই বাংলা ম্যাডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করি। দুপুরে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে আমরা রাজিনকে নিয়ে অ্যাম্বুলেন্স যোগে ঢাকার উদ্দেশে রওনা হই। গাড়ি ছাড়ার ৫ মিনিটের মধ্যে দুপুর সাড়ে তিনটায় রাজিন মারা যায়। আহত মাহিম বরিশাল রাহাত আনোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। ঘাতক ট্রলিটি আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সদর থানা পুলিশ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT