নগর বিএনপির যুগ্ম আহ্বায়কের উপর হামলার অভিযোগে মানববন্ধন নগর বিএনপির যুগ্ম আহ্বায়কের উপর হামলার অভিযোগে মানববন্ধন - ajkerparibartan.com
নগর বিএনপির যুগ্ম আহ্বায়কের উপর হামলার অভিযোগে মানববন্ধন

3:03 pm , January 5, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল হালিম মৃধার উপর হামলার অভিযোগ উঠেছে একই কমিটির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারের বিরুদ্ধে। এই হামলার বিচার দাবীতে রোববার নগরীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে নগর বিএনপির একাংশের নেতাকর্মীরা। এছাড়া এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন হামলার শিকার হালিম মৃধা। শনিবার রাত সাড়ে ৯ টার দিকে রুপাতলী এলাকায লিলি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
হালিম মৃধা বলেন শনিবার রাতে লিলি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় মেয়ের বাসায় দাওয়াত ছিলো। রাত সাড়ে ৯ টার দিতে আমি একলা দাওয়াত খাওয়ার জন্য সেখানে যাই। এসময় দাওয়াত খাওয়া শেষে মূল সড়কে উঠলে ১০/১২ জন ছেলে আমাকে অকথ্য ভাষায় গালমন্দ শুরু করে এবং বলে ওই তো সালায় যায়। ধর,ধর। আমি ওদের কথা শুনে দৌড় না দিয়ে দাড়িয়ে যাই এবং তারা কারা জানতে চাই। তারা বলে তুই জিয়া ভাইর বিরুদ্ধে কথা বলিস তার বিপক্ষে রাজনীতি করিস,তোকে মেরে ফেলব। এই বলে তারা আমাকে উঠেয়ে নেওয়ার চেষ্টা করে। তাতে ব্যর্থ হলে আমাকে কিল ঘুষি মারতে শুরু করে। এসময় আমি তাকিয়ে দেখি কাছেই অবস্থিত বাস মালিক সমিতির অস্থায়ী অফিসে জিয়া উদ্দিন সিকদার দাড়িয়ে আছে এবং সে হামলার বিষয়টি প্রত্যক্ষ করছে। এর পরই তার ইশরারায় হামলাকারীরা আমাকে ছেড়ে দিয়ে চলে যায়।
তিনি আরো বলেন জিয়া উদ্দিন সিকদার আমার হাত ধরে রাজনীতি শিখেছে। বর্তমান কমিটিতে আমিই সবার থেকে রাজনৈতিক ভাবে সিনিয়র। জিয়া এখন বড় পোস্ট হোল্ড করে। সে চায় না। আমার কাছে মাথা নত করে থাকতে। এছাড়া দলের সিদ্ধান্তের বাইরে নির্বাচন করায় আমি বাধা প্রদান করেছিলাম, দলীয় নানা বিষয়ে জিয়া আমার উপর ক্ষিপ্ত। তাই সে আমার উপর হামলা করেছে। তিনি বলেন গতকাল জিয়ার বিচার চেয়ে বিক্ষোভ করেছে তাদের তাদেরকে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে হুমকি দিচ্ছে। সব মিলিয়ে আমরা নিরাপত্তা হীনতায় আছি। তিনি বলেন থানা পুলিশ এ ব্যাপারে কোন ব্যবস্থা না নিলে আমি সেনা ক্যাম্পে গিয়ে নিরাপত্তার জন্য আশ্রয় নেব ও বিচার চাইব। এদিকে রাতে নগরীর কালিজিরা এলাকায় জিয়া উদ্দিন সিকদারের পক্ষে বিক্ষোভ মিছিল করেছে তার অনুসারীরা। বিক্ষোভকারীরা জিয়া উদ্দিন সিকদারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে বলেন, রাজপথের নেতা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোন লাভ হবে না।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT