যুব ও ছাত্রলীগের ৮ নেতাকর্মী কারাগারে যুব ও ছাত্রলীগের ৮ নেতাকর্মী কারাগারে - ajkerparibartan.com
যুব ও ছাত্রলীগের ৮ নেতাকর্মী কারাগারে

3:56 pm , January 4, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর ভাটার খাল, কেডিসিসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যুব-ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে আটক করেছে র‌্যাব ও পুলিশ সদস্যরা। পরে তাদেরকে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়। আটককৃতরা হলো : বিসিসির সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী তারেক শাহ, এনাউল হাসান, আবু সাইম চৌধুরী, ছাত্রলীগ নেতা নুর মোহাম্মদ গাজী, সদস্য মহিউদ্দিন সিকদার, রাব্বি হাওলাদার শান্ত, আতিকুল ইসলাম জিহাদ ও যুবলীগ নেতা মশিউর রহমান ।
পুলিশ জানায়, গত ৪ জানুয়ারি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার সম্ভাবনা ছিলো। এ জন্য শনিবার   ভোরে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT