ছাত্রশিবির বরিশাল মহানগর শাখার কমিটি গঠন ছাত্রশিবির বরিশাল মহানগর শাখার কমিটি গঠন - ajkerparibartan.com
ছাত্রশিবির বরিশাল মহানগর শাখার কমিটি গঠন

3:54 pm , January 4, 2025

সভাপতি রিয়াজুল ইসলাম-সেক্রেটারি হাসান নাঈম
খবর বিজ্ঞপ্তি ॥ ২০২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগর শাখার সভাপতি নির্বাচন ও শাখা সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রিয়াজুল ইসলাম। সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন হাসান নাঈম।
গত ৩ জানুয়ারী বরিশাল শহরের রূপাতলী হাউজিং এস্টেটের একটি মিলনায়তনে ছাত্রশিবির বরিশাল মহানগর শাখার সদস্যদের উপস্থিতিতে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক  আজিজুর রহমান আজাদ।
উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বরিশাল মহানগর আমির জহির উদ্দিন মু. বাবর, শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আযাদ, বিজ্ঞান সম্পাদক ডা. আবির হাসান, তথ্য সম্পাদক গালিব আব্দুল্লাহ, সাবেক সংস্কৃতি সম্পাদক ও বর্তমান মহনগরীর সহকারী সেক্রেটারি হাসান আতিক,  মহানগরের সাবেক সভাপতি আহমেদ বায়জিদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT