শরিকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত শরিকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - ajkerparibartan.com
শরিকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

3:53 pm , January 4, 2025

গৌরনদী প্রতিবেদক ॥ বিএনপির চেয়ারপারর্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন, গত ৫ আগস্ট ফ্যাসিস্টরা পালিয়ে ও আত্মগোপন না করলে লক্ষ লক্ষ ছাত্র-জনতার পায়ের নিচে পিষ্ট হয়ে মৃত্যুবরণ করতো। এ ভয়ানক পরিণতি হয় কাদের? যারা জনগণের ক্ষমতাকে কুক্ষিগত করেছে, যারা ক্ষমতাকে পারিবারিককরণ করেছে। বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী শরিকল মাধ্যমিক বিদ্যালয়ের ৯৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। স্কুলের প্রধান শিক্ষক ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য এ.কে নূর উদ্দিন আহমেদ, মডেল থানার ওসি ইউনুস মিয়া, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থী বন্ধু দাস, প্রাক্তন শিক্ষক ও শিক্ষাথী হারুন অর রশিদ সহ অন্যান্যরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT