3:52 pm , January 4, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। প্রতি বছরের ন্যায় এবারও নগরীর আগরপুর রোডস্থ নিজস্ব কার্যালয়ে সুবিধাবঞ্চিত ২০০ জনের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। গত কয়েকদিন ধরে যখন শীতে কাপছে পুরো দক্ষিণাঞ্চল তখন অসহায় মানুষদের জন্য এ ধরণের উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে। কম্বল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ. কে. এম আখতারুজ্জামান তালুকদার। সংগঠনের সভাপতি
মঈন উদ্দিন আহমেদ বলেন, আমরা আমাদের সিনিয়র সদস্যদের সহায়তায় এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাইকেল রানা মালাকার, হারুন অর রশীদ, মো. আব্বাসউদ্দিন খান, গোলাম মো. চৌধুরী আলালসহ অন্যান্য নেতৃবৃন্দ। এই মানবিক উদ্যোগে অংশ নিতে ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে সংগঠনের কয়েকজন সদস্য বরিশালে আসেন।
বিতরণ কার্যক্রম শেষে আয়োজন সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মিজানুর রহমান।
উল্লেখ্য, সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সুবিধাবঞ্চিত শীতার্তদের পাশে দাঁড়াতে এবং তাদের মৌলিক চাহিদা পূরণে নিয়মিতভাবে কার্যক্রম পরিচালনা করছে। সদ্য বিদায়ী বছরের ১৮ ডিসেম্বর সংগঠনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছিল।