চলে গেলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নজমুল হোসেন আকাশ চলে গেলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নজমুল হোসেন আকাশ - ajkerparibartan.com
চলে গেলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নজমুল হোসেন আকাশ

3:50 pm , January 4, 2025

আজকের পরিবর্তন সম্পাদকের শোক

বিশেষ প্রতিবেদক ॥ চলে গেলেন বরিশালের সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি ও নাট্যকার নজমুল হোসেন আকাশ। গতকাল শনিবার বিকাল সাড়ে চারটায় শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। গত ৩১ ডিসেম্বর হঠাৎ বুকে ব্যথা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। সদ্যপ্রয়াত গাজী নজমুল হোসেন আকাশ বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি এবং মথুরানাথ পাবলিক স্কুল পরিচালনা পর্ষদের  সভাপতি ছিলেন। তাঁর পিতা প্রয়াত ভাষাসৈনিক অধ্যক্ষ গাজী মোহাম্মদ হোসেন আলী ছিলেন বরিশালের অহংকার। ৭ ভাই ও এক বোনের মধ্যে তিনি মেঝ এবং ভাইদের মধ্যে তিনি ছিলেন সবার বড়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা সন্তান রেখে গেছেন। কবি ও নাট্যকার নজমুল হোসেন আকাশ এর তিনটি কাব্যগ্রন্থ, একটি নাটকের বইসহ বেশকিছু সম্পাদিত গ্রন্থ ও সম্পাদনা রয়েছে। তবে তিনি নিজেকে নাট্যকার বলতেই খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেন। তাঁর প্রকাশিত বইগুলো হচ্ছে –
এই তো তোমার ভিতর আমি, তবুও (কবিতা) নিঃসঙ্গ নিসর্গে (কবিতা) নিশিকাব্য (কবিতা) ছোট প্রাণ ছোট কথা (গল্প), নাটক ত্রয়ী (নাটক), দুটি নাটক, সম্পাদক- উৎস (লিটলম্যাগাজিন) প্রতিষ্ঠাতা সম্পাদক-সকাল (লিটলম্যাগাজিন)।
সাহিত্য সংস্কৃতির চর্চায় অবদানের স্বীকৃতি হিসেবে তিনি বেশকিছু সম্মাননাও অর্জন করেছেন । এরমধ্যে জাতীয় কবিতা পরিষদ, বরিশাল, গাইবান্ধা থিয়েটার কর্তৃক তুলসী লাহিড়ী সম্মাননা পদক-২০০৩, শিল্পকলা একাডেমি সম্মাননা, বরিশাল-২০২৩ উল্লেখযোগ্য।
আজ সকাল ১০ টায় মথুরানাথ পাবলিক স্কুল মাঠে মরহুম নজমুল হোসেন আকাশ এর জানাজা অনুষ্ঠিত হবে এবং মুসলিম কবরস্থানে তাঁকে শায়িত করা হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে। তাঁর মৃত্যুর সংবাদ পেয়ে শোকাহত বরিশালের রাজনৈতিক,  সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রায় সবাই ভীড় করেন ভাষাসৈনিক মোহাম্মদ হোসেন আলী সড়কের বাড়িতে। তাঁকে  শেষবারের মতো দেখতে দূর-দূরান্ত থেকে স্বজনরা ছুটে আসছেন। স্বজনদের অনুরোধেই সকাল দশটায় জানাজার সময় নির্ধারণ করা হয়েছে বলে জানান ছোটভাই গাজী তরিকুল ইসলাম। এদিকে বরিশালের সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি ও নাট্যকার নজমুল হোসেন আকাশের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক-সম্পাদক কাজী মিরাজ। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT