3:16 pm , January 4, 2025
কাউখালী প্রতিবেদক ॥ কাউখালী সদর ইউনিয়নের কেউন্দিয়া শহিদ স্মৃতি মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামসুর রহমান মিজান আবারো উপজেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও শিক্ষা অধিদপ্তরের আয়োজনে আনন্দঘন পরিবেশে শ্রেষ্ঠ স্কাউট সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা শ্রেষ্ঠ শিক্ষকের হাতে ক্রেস্ট তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান। এছাড়া উপজেলার শ্রেষ্ঠ গার্লস গাইড নির্বাচিত হয়েছেন একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মনি আক্তার।