ঐতিহ্যবাহি নবারুন ক্লাব পুনর্গঠনের লক্ষে মতবিনিময় সভা ঐতিহ্যবাহি নবারুন ক্লাব পুনর্গঠনের লক্ষে মতবিনিময় সভা - ajkerparibartan.com
ঐতিহ্যবাহি নবারুন ক্লাব পুনর্গঠনের লক্ষে মতবিনিময় সভা

3:14 pm , January 4, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ ১৯৭৫ সালে গঠিত ঐতিহ্যবাহি নবারুন ক্লাব পুনর্গঠনের লক্ষে গতকাল বিকেলে অক্সফোর্ড মিশন রোডে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এলাকার বিভিন্ন বয়সী ক্রীড়ামোদিদের সমন্বয়ে মতবিনিময় সভায় বক্তারা ৭৫ সনের সূচনা থেকে স্বর্ণালী যুগের সেই সব দিনের কথা স্মরণ করে বক্তব্য রাখেন। বক্তারা ঐতিহ্যবাহি নবারুন ক্লাবের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষে ক্লাবের সেই সময়ের খেলোয়ার, পৃষ্ঠপোষক, শুভানুধ্যায়ি এবং এলাকার সকলকে সাথে নিয়ে নতুন উদ্যমে পুনরায় ক্লাব পুনর্গঠনের বিষয়ে ঐক্যমত হন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক কাজী মিজানুর রহমান, প্রতিষ্ঠাকালীন ক্রীড়া সম্পাদক কবির সিকদার, প্রতিষ্ঠাকালীন সদস্য মো: নয়ন, হেদায়েত সিকদার, কাজী মিরাজ, আলমগীর সিকদার, মো: সেলিম প্রমূখ। উল্লেখ্য, বিশিষ্ট শিক্ষাবিদ, বিএম কলেজের সাবেক অধ্যক্ষ সর্বজন শ্রদ্ধেয় মরহুম প্রফেসর মো: হানিফ প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT