উজিরপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক উজিরপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক - ajkerparibartan.com
উজিরপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

3:27 pm , January 3, 2025

উজিরপুর প্রতিবেদক ॥ উজিরপুর উপজেলার বামরাইলে মাদক ক্রয়-বিক্রয়ের সময় ৯ হাজার ৯০৩ পিস ইয়াবাসহ শান্তনা আক্তার নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃত শান্তনা বরিশাল সদর উপজেলার কাগাশুরা গ্রামের সুরুজ হাওলাদারের স্ত্রী।  প্রত্যক্ষদর্শীরা জানান, গত শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে বামরাইলের পুরাতন ইউনিয়ন পরিষদের সামনে এক নারীকে ডিবি পুলিশ আটক করে। এসময় তার সাথে থাকা একটি প্লাষ্টিকের খেলনা গাড়ীর মধ্যে লুকানো ৯ হাজার ৯০৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।  ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা  জানতে পারেন শান্তনা আক্তার নামে এক মাদক কারবারি ইয়াবার বড় একটি চালান নিয়ে বিক্রির জন্য বামরাইলে অবস্থান করছে। পরে জেলা গোয়েন্দা শাখার এসআই কাজী ওবায়দুল কবীর এর নেতৃত্বে অভিযান চালিয়ে শান্তনাকে আটক করা হয়। এ ঘটনায় ওবায়দুল কবির বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত নারী মাদক কারবারির বিরুদ্ধে মামলা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT