3:26 pm , January 3, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব ও ১৮ নম্বর ওয়ার্ডের চারবারের নির্বাচিত কাউন্সিলর এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদের মা মনোয়ারা জিন্নাত (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। গত শুক্রবার সকাল ৭টায় বটতলাস্থ নিজবাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাজে জানাজা গতকাল বাদ জুম্মা বটতলা নব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মুসলিম গোরস্থানে স্বামীর পাশে মরহুমার দাফন সম্পন্ন হয়। মরহুমার ছেলে মীর জাহিদুল কবির জানান, শুক্রবার সকালে ফজরের নামাজ শেষ করে কোরআন তেলাওয়াত করেন। এর কিছুক্ষন পরই মৃত্যুরকোলে ঢলে পড়েন।
মীর জাহিদের মায়ের মৃত্যুর খবর পেয়ে মরহুমার বাসভবনে ছুটে যান বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। তারা পরিবারের সদস্যদের শান্তনা দেন এবং মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন।
দুপুর ২টার দিকে নব আদর্শ স্কুল মাঠে অনুষ্ঠিত জানাজায় মানুষের ঢল নামে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও, সামাজিক, সাংষ্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেন। জানায় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সদর আসনের চারবারের এমপি মজিবর রহমান সরোয়ার, জামায়াতের কেন্দ্রীয় সহকারি সেক্রেটারী জেনারেল এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক, জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দীন সিকদার, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আলী হায়দার বাবুল, সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খসরু, সাবেক যুগ্ম আহবায়ক কেএম শহীদুল্লাহ, হাবিবুর রহমান টিপু, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর, সহ সাধারন সম্পাদক আনোয়ারুল হক তারিন, জেলা যুবদলের সভাপতি মামুন রেজা খান, মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিএম আতায়ে রাব্বিসহ আরো অনেকে।