4:20 pm , January 2, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ গতকাল ছিল সাংবাদিক, ধ্রুপদী নাট্য নির্দেশক, বাচিক ও অভিন্ন শিল্পী মীর মুজতবা আলী এর ৯১তম জন্মদিন। দিনটি উদযাপন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও খেয়ালী গ্রুপ থিয়েটার পালন করে নাট্যগুরু মীর মুজতবা আলী জন্মোৎসব। অনুষ্ঠানে তার কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন সংগঠনের সভাপতি স. ম. ইনামুল হাকিম , নজরুল ইসলাম চুন্নু, সিরাজুম মুনি টিটু, বিমল চক্রবর্তী, টুনু কর্মকার, জাকির হোসেন, সৈয়দ আজমল হোসেন চৌধুরী। জন্মোৎসব এর সাংস্কৃতিক পর্বে ছিল আবৃত্তি নাচ-গান। এতে অংশগ্রহণ করেন সুপন কান্তি ঘোষ, উত্তম বড়াল, উম্মে সালমা, তাসনিম মাহমুদ সিয়াম, সঞ্জিত সমদ্দার, অসীম বড়াল, মুস্তাকিন, টুনি, তিথি ও মিষ্টি। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অপূর্ব রায়। কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।