4:16 pm , December 31, 2024
![](https://ajkerparibartan.com/wp-content/uploads/2024/12/111.jpg)
নিজস্ব প্রতিবেদক ॥ নেতাকর্মী ও সমর্থক নিয়ে বিশাল শো-ডাউন করেছেন ভাষানচর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আমির হোসেন আকন। সোমবার আমির হোসেন আকনের নেতৃত্বে নেতাকর্মী ও সমর্থকরা শো-ডাউন করে মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত সমাবেশে অংশগ্রহণ করেন। মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দীপেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, বরিশাল জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, পৌর বিএনপির আহবায়ক সৈয়দ রিয়াজ শাহিন লিটন, সদস্য সচিব রিয়াজউদ্দিন চৌধুরী দিনু মিয়া, উত্তর জেলা মহিলা দলের সভাপতি শরিফা নাসরিন চৌধুরী।