চরফ্যাসনে সড়কে গাছ রেখে স্ব-মিলের ব্যবসা স্বাস্থ্য ঝুঁকি সহ দুর্ঘটনার শঙ্কা চরফ্যাসনে সড়কে গাছ রেখে স্ব-মিলের ব্যবসা স্বাস্থ্য ঝুঁকি সহ দুর্ঘটনার শঙ্কা - ajkerparibartan.com
চরফ্যাসনে সড়কে গাছ রেখে স্ব-মিলের ব্যবসা স্বাস্থ্য ঝুঁকি সহ দুর্ঘটনার শঙ্কা

4:15 pm , December 31, 2024

চরফ্যাসন প্রতিবেদক ॥ শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন সরকারি জায়গা দখল করে এবং গুরুত্বপূর্ন ব্যস্ততম প্রধান সড়কে গাছ রেখে দিন-রাত দেদারছে চলছে স্ব-মিল (করাত কল) ব্যবসা। ফলে বড় ধরনের দুর্ঘটনা সহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয়রা। স্ব-মিলের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা। এ পরিস্থিতি তৈরী হয়েছে ভোলার চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এর উত্তর চরমানিকা মাধ্যমিক বিদ্যালয়ের গেট সংলগ্ন প্রধান সড়কের পাশে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বাবুরহাট-দক্ষিণ আইচা ব্যস্ততম প্রধান সড়কের পাশে নিজ নামে স্ব-মিল ব্যবসা পরিচালনা করছেন চরমানিকা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিজল সিকদার। তার স্ব-মিলে বিভিন্ন প্রান্ত থেকে গাছ এনে সড়কের দু’পাশে ফেলে জমাট করে রাখা। এতে যেকোনো সময়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। প্রধান সড়কে ট্রাক, ট্রলি ও ভ্যানে গাছ উঠা-নামা করানোর সময়ে এ্যাম্বুলেন্স সহ বিভিন্ন যানবাহন আটকে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী সহ সাধারণ পথচারীদের পোহাতে হচ্ছে ভোগান্তি।  স্ব-মিল সংলগ্ন পশ্চিম পাশে একটি কিন্ডারগার্টেন, দক্ষিণ পাশে একটি প্রাইমারী ও একটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা রয়েছে।
উত্তর চরমানিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন সহ স্থানীয় একাধিক ব্যক্তি জবলেন, ইউপি সদস্য রফিজল সিকদার তার স্ব-মিলটি সকাল ৬ টায় চালু করে রাত ১০ টায় বন্ধ করে। সারাদিন শব্দ দূষণে অতিষ্ঠ। কোনো কথাই শুনছে না সে।
এ ব্যাপারে স্ব-মিল মালিক ইউপি সদস্য রফিজল সিকদার বলেন, আমার স্ব-মিলের কারণে শিক্ষার্থীদের কোনো সমস্যা হচ্ছে না। চরফ্যাশন বন বিভাগের এক কর্মকর্তাকে দফায় দফায় টাকা দিয়ে নিজ নামে লাইসেন্স নিয়েছি। আমার জায়গায় আমি গাছ রেখেছি। অন্য কারো জায়গায় না। সড়কের ওপরে গাছ রাখার লাইসেন্স আছে।
চরমানিকা বন বিট কর্মকর্তা আবুল কাশেম বলেন, স্ব-মিল মালিক রফিজল সিকদারকে প্রধান সড়ক থেকে ১০ ফুট দূরে গাছ রাখার জন্য বলার পরও সে কোনো কথা শুনছে না। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে দ্রুত  অভিযান চালানো হবে।
চরফ্যাসন উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি বলেন, বিষয়টি আমার জানা ছিলো না। ওই স্ব-মিলে খুব দ্রুত সময়ের মধ্যে অভিযান পরিচালনা করবো।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT