4:15 pm , December 31, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ জমি নিয়ে বিরোধের জেরে চাচার ভাড়াটে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছে চরমোনাই ইউনিয়ন বিএনপি নেতা। সোমবার রাত সাড়ে নয়টায় এ ঘটনায় গুরুতর আহত মোঃ মনিরুজ্জামান খান বাদল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে চরমোনাই ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
ঘটনার বিস্তারিত বিবরণে আহতর পরিবার সূত্র জানায়, সোমবার বুখাইনগর বাজারে বাদলের চাচা মোতাহার হোসেন খানের দোকানে বাজার কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন হাওলাদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বাদলের চাচা এবং বাদলদের মধ্যে একটি যৌথ অংশীদারি জমি নিয়ে ভাগ বাটোয়ারার শালিসি হয়। সালিশিতে বাদলের চাচা কোন প্রকার জমি বাদলকে দিতে অস্বীকৃতি জানায়। বাদলের অংশের জমিও নিজে দখলে নিয়ে তা ফেরত দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে কথা-কাটাকাটি বাধে বাদল ও তার চাচার মধ্যে। কথা কাটাকাটির একপর্যায়ে বাদলের চাচাতো ভাই মিরন এবং বাদলের মধ্যে হাতাহাতি হয়। এ সময় মিরন বাদলকে সুস্থ হয়ে বাড়ি ফিরতে দেবে না বলে রান্না শেষ হুমকি দেয়। উপস্থিত লোকজন বাদলকে ওখান থেকে সরিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। বাদল বাড়ি ফেরার পথে বাড়ির রাস্তার মুখে ওত পেতে থাকা কয়েকজন সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। বাদলের ডাক চিৎকারে আশপাশের লোক ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর অসুস্থ অবস্থায় বাদলকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। বাদল জানায়, তার চাচার নির্দেশে ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক নুরুল ইসলাম মাস্টার, তার সহযোগি কালাম হাওলাদার, নজরুল ইসলাম, চাকুরীচ্যূতো বিডিআর ফরিদ খান, ইয়ামিন ভূঁইয়া, আওরাত ভূঁইয়া, সহ অজ্ঞাত ২-৩ জন তার ওপর হামলা করেছে। এ সময় হামলাকারীরা তাকে হত্যা করার চেষ্টা করে বলে অভিযোগ করে বাদল।
এ বিষয়ে চরমোনাই ইউনিয়ন বিএনপির আহবায়ক আমিরুল ইসলাম মাসুম মাষ্টার বলেন, বাদল চরমোনাই ইউনিয়ন বিএনপির দুর্দিনের নেতা । জমি নিয়ে বিরোধের জেরে সে চাচা ও চাচাতো ভাইদের সহযোগী আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছে। হামলার ঘটনায় ইউনিয়ন বিএনপি’র পক্ষ থেকে তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। একই সাথে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানান।