নগরীতে পায়রা বন্দরের পরিচালকের বাসায় চুরি নগরীতে পায়রা বন্দরের পরিচালকের বাসায় চুরি - ajkerparibartan.com
নগরীতে পায়রা বন্দরের পরিচালকের বাসায় চুরি

3:39 pm , December 30, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ পায়রা বন্দরের পরিচালকের বাসায় চুরি হয়েছে। রোববার দুপুরে নগরীর উত্তর বগুড়া রোড গাজী ভবনের তৃতীয় তলার বাসায় এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার কোতয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পরিচালক (উপ-সচিব) মো. আব্বাস উদ্দীন জানান, গত ২৬ ডিসেম্বর বাসায় তালা দিয়ে দুই সন্তান সহ তার স্ত্রী পায়রা বন্দরে বেড়াতে আসেন। রোববার রাতে বাসায় ফিরে চুরির বিষয়টি টের পান। বাসায় থাকা সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে-রোববার বিকেল তিনটার দিকে মাস্ক পরিহিত অজ্ঞাত এক লোক বাসায় প্রবেশ করে। বাসায় থাকা আলমারি থেকে নগদ পাঁচ লাখ টাকা ও ১০/১২ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে চলে গেছে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় অভিযোগ দেয়া হয়েছে।
কোতয়ালী মডেল থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে একজন লোক তালা খুলে ভিতরে প্রবেশ করে আট মিনিটের মধ্যে টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যাচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT