3:38 pm , December 30, 2024
নলছিটি প্রতিবেদক ॥ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম বলেছেন, আমরা জানি আমাদের করনীয় কি। ৫৩ বছর পার হয়েছে তাই সমস্যা চিহ্নিত। এখন শুধু সমাধান করতে হবে। এতোদিন হয়নি যার ফলাফল ৫ আগষ্ট।
গত সোমবার নলছিটি থানা পুলিশের আয়োজনে সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিকেলে নলছিটি থানা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে ডিআইজি বলেন-
পুলিশকে রাজনীতিমুক্ত রাখতে হবে। সংখ্যালঘু আর সংখ্যা গরিষ্ঠ বলতে কিছু নাই। আমরা সবাই বাংলাদশী। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়,অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম,নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মো. নজরুল ইসলাম। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সালাম।
আরও উপস্থিত ছিলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর প্রতিনিধি মো. শাহজালাল হোসাইন জিহাদি, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান হেলাল, সাধারণ সম্পাদক সেলিম গাজী, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, জামিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম, ছাত্র সমম্বয়ক খালেদ সাইফুল্লাহ, মেহেরাব হোসেন রিফাত,লিমন হোসেন।