বানারীপাড়ায় ১ কেজি ১০০ গ্রাম গাজা সহ শীর্ষ মাদক সম্রাট জামাল বালী গ্রেফতার বানারীপাড়ায় ১ কেজি ১০০ গ্রাম গাজা সহ শীর্ষ মাদক সম্রাট জামাল বালী গ্রেফতার - ajkerparibartan.com
বানারীপাড়ায় ১ কেজি ১০০ গ্রাম গাজা সহ শীর্ষ মাদক সম্রাট জামাল বালী গ্রেফতার

3:57 pm , December 29, 2024

বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়ায় ১ কেজি ১০০ গ্রাম গাজা সহ শীর্ষ মাদক সম্রাট জামাল বালী (৪০) কে গ্রেফতার করেছে বানারীপাড়া থানা পুলিশ। ২৯ ডিসেম্বর রবিবার দুপুর ২ টা ৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানা অফিসার ইনচার্জ মো: মোস্তফার নির্দেশনায় থানা পুলিশের উপ-পরিদর্শক মো: ফরিদ উদ্দিন ও মো: রুবেল খানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি ১০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। এ ঘটনায় এস আই ফরিদ উদ্দিন বাদী হয়ে জামাল বালীর বিরুদ্ধে বানারীপাড়া থানায় মাদকদ্রব্য দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করছেন। দক্ষিণাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী জামাল বালী দীর্ঘদিন যাবৎ বানারীপাড়ার বিভিন্ন ইউনিয়ন সহ পার্শ্ববর্তী উজিরপুর, স্বরুপকাঠী (নেছারাবাদ) ও নাজিরপুর থানায় অবাধে মাদক ব্যাবসা চালিয়ে আসছিলো। জামালের বিরুদ্ধে বরিশাল ও পিরোজপুর জেলার বিভিন্ন থানায় ৮/১০ টি মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মোস্তফা জানান,৩০ ডিসেম্বর সোমবার সকালে জামাল বালীকে বরিশাল কোর্ট হাজতে প্রেরন করা হবে। তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT