বরিশালে স্বেচ্ছাসেবী সংগঠনের শীতবস্ত্র বিতরণ বরিশালে স্বেচ্ছাসেবী সংগঠনের শীতবস্ত্র বিতরণ - ajkerparibartan.com
বরিশালে স্বেচ্ছাসেবী সংগঠনের শীতবস্ত্র বিতরণ

3:52 pm , December 29, 2024

পরিবর্তন ডেস্ক ॥ বরিশালে শীতার্তদের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে শীতবস্ত্র বিতরণ করেছে রক্তদানের অপেক্ষায় বরিশাল” নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের পক্ষ থেকে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ ব্যাপী বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের কয়েকটি গ্রামে ২০০ জন, বাকেরগঞ্জ উপজেলায় ৩০ জন, মুলাদী উপজেলায় ১৫ জন, বরিশাল সদর উপজেলায় ৪০ জন, সমন্বিত শিশু প্রশিক্ষন কেন্দ্র বরিশালে ২০ জন এবং ৪৫ জন স্বেচ্ছাসেবীদের মাঝে বিতরন করছেন তারা। স্বেচ্ছাসেবী সংগঠন “রক্তদানের অপেক্ষায় বরিশাল” এর প্রতিষ্ঠাতা ও সভাপতি শাহাদাত হোসেন বলেন, প্রতি বছর গরীব দুস্থ ও ছিন্নমূল মানুষের জন্য এক কষ্টের বার্তা নিয়ে আসে শীত। তবে তাদের পাশে দাঁড়াতে দেখা যায় অল্প সংখ্যক স্বামর্থ্যবানদের। অসহায় এই দুস্থ, ছিন্নমূল মানুষের মুখে হাসি ফোটাতে পারা এক ভিন্ন রকম অনুভূতি। তাই আমরা এবার পরিকল্পনা করে এখন পর্যন্ত সাড়ে তিন শতাধিক দুস্থ ও অসহায় শীতার্তদের দ্বারে দ্বারে পৌঁছে তাদের গায়ে শীতবস্ত্র জড়িয়ে দিচ্ছি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT