সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ আটক ২ সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ আটক ২ - ajkerparibartan.com
সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ আটক ২

4:03 pm , December 28, 2024

পালিয়েছে সিন্ডিকেট পরিচালনাকারীরা

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। শনিবার ভোর রাতে ১২ নং ওয়ার্ডস্থ খ্রীস্টানপাড়া আমবাগান এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- ওই এলাকার আসলামের ছেলে সাদ্দাম ও আব্দুর রশিদের ছেলে ইব্রাহিম বাবু। তাদের আটকপুর্বক জেলহাজতে প্রেরণ করা হয়েছে । এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন কোতয়ালী মডেল থানার এসআই অমৃত পাল।  তবে দুজনকে আটক করা হলেও সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে ওই এলাকায় মাদকের সিন্ডিকেট পরিচালনা করা অন্যন্যরা। আটককৃতদের বিরুদ্ধে হওয়া মামলা সূত্রে জানাগেছে,  শনিবার রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে সেনাবাহিনীর সদস্যরা নগরীর ১২ নং ওয়ার্ডস্থ ৩০ গোডাউন এলাকা সংলগ্ন মাদকবিরোধী  যৌথ অভিযান পরিচালনা করেন। এতে অংশ নেন কোতয়ালী মডেল থানা পুলিশ। ওয়ার্ডের আমবাগান এলাকায় অভিযুক্ত দুই যুবক তাদের দেখে পালানোর চেষ্টাকালে তাদের নাম ও পরিচয় জিজ্ঞাসাপুর্বক তল্লাশি করা হয়। এসময় সাদ্দামের কাছ থেকে ৩০ গ্রাম গাজা উদ্বার ও জব্ধ করে যৌথ বাহীনি। একইসাথে ইব্রাহিম ও তার ভাড়াটিয়া বসতঘর তল্লাশি করে ৯ পিস ইয়াবা উদ্বারপুর্বক জব্ধ করে দুজনকে আটক করা হয়।  এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার এসআই অমৃত পাল জানান, সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করেছেন। পুলিশও অংশ নেয়। দুজনকে মাদকসহ আটকপুর্বক মামলা দায়ের ও আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদক মামলা দায়ের হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, ৫ আগস্টের পর থেকে ১২ নং ওয়ার্ড ছাত্রদল আহবায়ক শাহাদাত খান, যুগ্ন আহ্বায়ক শাওন হাওলাদার, সাব্বির হাওলাদার, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি হুমায়ন কবির খান ফেরদৌস, রাকিব, রুমি, যুগ্ন সাধারণ সম্পাদক পারভেজ, সোহাগ, ১২ নং ওয়ার্ড যুবদল কর্মী টিয়া ও পাভেল মিলে মাদকের একটি সিন্ডিকেটের অভিযোগ রয়েছে। এরা অবৈধ ড্রেজার ব্যবসার সাথে সাথে সাবেক মেয়র মরহুম শওকত হোসেন হিরনের মালিকানাধীন আমবাগানটি দখল করে মাদক বিক্রি ও সেবনের অভয়ারন্যে পরিনত করে। ওই স্থানে তারা অবস্থান করছিলো অভিযানের সময়ও। সেনাবাহিনীর অভিযানিক দলকে স্থানীয় প্রতিপক্ষ ভেবে তারা হামলার প্রস্তুতি নিয়েছিল বলেও জানান স্থানীয় একাধিক বাসিন্দা। তবে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি নিশ্চিত হয়ে এরা পালিয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT