3:07 pm , December 28, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ গত শুক্রবার ৭৭ বছর পূর্তি উপলক্ষে মেহেন্দিগঞ্জের শ্রীপুর মহিষা ওয়াহেদিয়া মাধ্যমিক বিদ্যালয় প্লাটিনাম জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সাবেক এমপি ও অত্র স্কুলের ছাত্র মেজবাহ উদ্দিন ফরহাদ। প্রধান অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ সোহরাব হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম মশিউর রহমান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহবায়ক বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মামুন অর রশিদ। প্রাক্তন ছাত্র শিক্ষকদের মধ্যে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, কবির হোসেন,হাসনাত ইব্রাহিম, মো: নাসির উদ্দীন পারভেজ, কাজী সাখাওয়াত হোসেন রুবেল, নিজাম উদ্দিন হিরো,কাজী নাসির উদ্দীন নসু,শিহাব উদ্দীন,প্রকৌশলী ছগীর আহমেদ, গিয়াস উদ্দীন,মমতাজুল হক,কাজী মোকসেদুর রহমান,অধ্যাপক মোহাম্মদ হোসেন, কাজী ওয়াহিদুজ্জামান।প্রাক্তন ৭ শতাধিক শিক্ষক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আনিছুর রহমান।