3:06 pm , December 28, 2024
মুলাদীতে ইসলামী যুব আন্দোলনের তৃণমূল সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ॥ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দীন বলেন, আমাদের বাকস্বাধীনতা কেড়ে নেয়া হয়েছিলো। কিন্তু তারা জানতো না যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যখন জালিম শাসক অতি বাড় বেড়ে গিয়েছিলো তখন সাধারণ জনতার গণআন্দোলনের মাধ্যমে দুই সহস্রাধিক মানুষের জীবন ও বহু মানুষের অঙ্গহানির পর স্বৈরশাসকের পতন হয়েছে। সুতরাং আর কোনো রক্তপাত আমরা চাইনা। আমরা চাই আগামীদিনে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য পীর সাহেব চরমোনাই ঘোষিত পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে।
শনিবার (২৮ ডিসেম্বর’২৫) বিকাল ৩টায় মুলাদী পৌরসভা চত্বরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মুলাদী পৌরসভা শাখার উদ্যোগে শায়েখ ফজলুল করীম রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও তৃণমূল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন না হলে চব্বিশের বিপ্লবের জনআকাঙ্ক্ষা পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব না। সুতরাং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিকে জোরদার করুন। এবং হাতপাখার পক্ষে জনমত গঠনে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানোর জন্য তৃণমূল নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
তৃণমূল সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আল-আমীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সহ-সভাপতি মাওলানা ইদরীস আলী, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক ও মুলাদীর মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, ইসলামী যুব আন্দোলনের বরিশাল জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ সানাউল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুলাদী উপজেলা সভাপতি আলহাজ্ব এফএম মাইনুল ইসলাম সহ উপজেলা নেতৃবৃন্দ।
সভাপতিত্ব করবেন পৌর সভাপতি এইচ এম আলমগীর হোসেন।