বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সম্মেলন সফল করতে আলোচনা সভা বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সম্মেলন সফল করতে আলোচনা সভা - ajkerparibartan.com
বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সম্মেলন সফল করতে আলোচনা সভা

3:04 pm , December 28, 2024

খবর বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ শিক্ষক সমিতি, বরিশাল আঞ্চলিক শাখার কার্য নির্বাহী পরিষদের এক সভা গতকাল বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি সুনীল বরণ হালদার এর সভাপতিত্বে এসসিজিএম মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন সাধারণ আসাদুল আলম আসাদ।
বক্তব্য রাখেন আঞ্চলিক শাখার উপদেষ্টা অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর, মোঃ তোফায়েল আহাম্মদ, আব্দুল মালেক, সিনিয়র সহ সভাপতি মো: রফিকুল ইসলাম, সঞ্জয় কুমার খান, অর্থ সম্পাদক আব্দুর রশিদ, দপ্তর সম্পাদক অবিনাশ চন্দ্র রায়। সভায় ২০২৫ সালের ২৫ জানুয়ারি বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) এর কেন্দ্রীয় কমিটির সম্মেলন সফল করার লক্ষে করণীয় সম্পর্কে ও সাংগঠনিক বিষয় আলোচনা হয়।  সভায় ৫ জানুয়ারির মধ্যে সকল জেলা ও উপজেলা থেকে সদস্য ফর্ম/তালিকাসহ সদস্য ফি জমা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT