ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা পবিপ্রবির উপপরিচালকের মৃত্যু ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা পবিপ্রবির উপপরিচালকের মৃত্যু - ajkerparibartan.com
ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা পবিপ্রবির উপপরিচালকের মৃত্যু

3:01 pm , December 28, 2024

ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠির নলছিটিতে দাঁড়িয়ে থাকা গাছবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক মো. আবু হানিফ (৪৫) নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার দপদপিয়া যাত্রাবাড়ি এলাকায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. আবু হানিফ পটুয়াখালি জেলার দশমিনা উপজেলার মাছুয়াখালী গ্রামের আমজাদ আলী মৃধা ছেলে। তিনি পবিপ্রবির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক পদে কর্মরত ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলযোগে পটুয়াখালি থেকে বরিশাল যাচ্ছিলেন মো. আবু হানিফ। পথিমধ্যে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের যাত্রাবাড়ি এলাকায় দাঁড়িয়ে থাকা গাছবোঝাই একটি ট্রাকের পেছনে ওই মোটরসাইকেলটি ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেটি দুমড়ে-মুচড়ে যায়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT