3:00 pm , December 28, 2024

১২ কিলোমিটার যানজটে ভোগান্তি ছিলো চরমে
গৌরনদী প্রতিবেদক ॥ যাত্রীবাহী দুটি বাস ও তেলবাহী লরির মধ্যে ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ২০জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৩ জনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করেছেন ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোরের বাইচখোলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুইপাশে ১২ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীরা। গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন বলেন, যাত্রীবাহী শ্যামলী ও এসই পরিবহনের দুটি বাসের সাথে তেলবাহী লরির ত্রিমুখী সংঘর্ষ হয়। খবর পেয়ে ১৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়। গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ আমিনুর রহমান বলেন, মহাসড়কের ওপর থেকে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।