3:14 pm , December 27, 2024
ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠিতে কেক কেটে বৈশাখী টিভির জন্মদিন উদযাপন করা হয়েছে। সকাল সাড়ে ১০ টায় ঝালকাঠি প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি পুলিশ সুপার উজ্জল কুমার রায়, জেলা জামায়াতের আমির এডভোকেট হাফিজুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেন, বৈশাখী টিভির নিউজ রুম এডিটর কানিজ নুসরত ও ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সভাপতি আক্কাস সিকদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বৈশাখী টিভির ঝালকাঠি সংবাদদাতা শফিউল আজম টুটুল। এছাড়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার ও ঝালকাঠি প্রেসক্লাবের সহসভাপতি আল আমিন তালুকদার। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ডিবিসি নিউজেন জেলা প্রতিনিধি অলোক সাহা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি মিডিয়া ভয়কে জয় করে ২০ বছর তার জনপ্রিয়তা ধরে রেখেছে, এটা অবশ্যই প্রশংসার দাবিদার। তারা বৈশাখী টিভির সাফল্য কামনা করেন।
বৈশাখী টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাসহ সুশিল মমাজের প্রতিনিধিরা অংশ নেয়।