হিজলায় প্রবাসীর জমি জোরপূর্বক দখলের অভিযোগ হিজলায় প্রবাসীর জমি জোরপূর্বক দখলের অভিযোগ - ajkerparibartan.com
হিজলায় প্রবাসীর জমি জোরপূর্বক দখলের অভিযোগ

3:13 pm , December 27, 2024

হিজলা প্রতিবেদক ॥ বরিশালের কাজিরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নের প্রবাসী সাহাবুদ্দিন সরদারের জমি দখল করার অভিযোগ ওঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
গত ১৯ ডিসেম্বর বেলা ১১টায় আওয়ামী লীগের ভাড়াটে ক্যাডার নিয়ে বাড়ির দেয়াল সহ জমি দখল করে অস্থায়ী ঘর নির্মান করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী হাজেরা বেগম কাজিরহাট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
তিনি জানান, আমার স্বামী ২ শতাংশ জমি ক্রয় করে রান্নাঘর নির্মান করে। সে প্রবাসে যাওয়ার পরে জমি দখলের পায়তারা করে আসছে মোসলেম সরদার। ঘটনার দিন আওয়ামী লীগের কিছু লোক ভাড়া করে দেশীয় অস্ত্র নিয়ে আমার বিভিন্ন ফলাদি গাছ কেটে জমি দখল করে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT