3:11 pm , December 27, 2024
স্বরূপকাঠি প্রতিবেদক ॥ স্বরূপকাঠিতে সীলকোটের কাজ শেষ হওয়ার ৭দিনের মধ্যে রস্তার উপর তিন থেকে চার ইঞ্চি গজিয়েছে ঘাস। স্বরূপকাঠি উপজেলার ৪নং আটঘর কুড়িয়ানা ইউনিয়ন হতে বানারীপাড়া সড়কের ৩৫ লাখ টাকা ব্যয়ে সদ্য নির্মিত ২ কিলোমিটার সড়কে সীলকোট এর কাজ শেষ করার মাত্র ৭দিনেই ঘাস জন্মেছে। স্থানীয়রা বলেন, এরকম খারাপ কাজ এর পূর্বে কখনো কেউ করেনি।
স্বরূপকাঠি উপজেলার কুড়িয়ানা থেকে বানারীপাড়া সংযোগ সড়কের ১৮০০ মিটার সীলকোট এর কাজটি করেছে পিরোজপুরের মিলন ইঞ্জিয়ারিং কনষ্ট্রাকশন নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। স্থানীয় শংকর ঘোষ, শ্যামল মন্ডল, আজাহারুল ইসলামসহ স্থানীয়রা অভিযোগ করে বলেন, সপ্তাহখানেক আগে ঠিকাদার রাস্তার পিচের কাজ শেষ করে গেছে। এরই মধ্যে পিচ এর মধ্য থেকে ঘাস বেরিয়েছে।
কাজের ঠিকাদার মিলন হোসেন বলেন, পূবের্র রাস্তার উপর প্রচুর ঘাস ছিলো যে কারনে রাস্তার পাশে কিছু স্থানে ঘাস জন্মেছে। এই কাজ আমি ছাড়া অন্য কেউ করলেও একই রকম হতো।
উপজেলা প্রকৌশলী মো.রাইসুল ইসলাম বলেন, সড়কের কাজ সিডিউল অনুযায়ী ঠিকাদারকে শেষ করতে হবে। কোন অনিয়ম মেনে নেওয়া হবে না।