3:20 pm , December 26, 2024
সাইদুর সভাপতি-সম্পাদক জহির
ঝালকাঠী প্রতিবেদক ॥ ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পুরাতন জেলখানা রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। রাজাপুর উপজেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট হাফিজুর রহমান। সংগঠনের উপজেলা সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য মসিউর রহমান, উপদেষ্টা সদস্য মাওলানা আবু বকর মো: সিদ্দিক, ডা: হেমায়েত উদ্দিন, জেলা সভাপতি মিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হাসান ও রাজাপুর উপজেলার প্রধান উপদেষ্টা মো: কবির হোসেন প্রমূখ।
সম্মেলন শেষে সাইদুর রহমানকে সভাপতি ও জহির আহমেদকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।