3:45 pm , December 25, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ লটারীতে বিজয়ী হয়েও ভর্তিতে জটিলতা তৈরী হওয়ায় মানববন্ধন করেছে বরিশাল জিলা স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা। এসব শিশুরা চলতি শিক্ষাবর্ষে তৃতীয় শ্রেণিতে লটারীতে ভর্তির সুযোগ পেয়েছিলো। গতকাল দুপুরে বরিশাল জেলা প্রশাসকের সরকারি বাসভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে শিক্ষার্থী-অভিভাবকরা। তবে রাতে বরিশাল জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন বলেন, বিষয়টি সমাধান করা হয়েছে। বয়সের বিষয় নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরী হয়েছিলো। পরে মন্ত্রণালয়ের সাথে কথা বলে সমাধান করেছি। যারা লটারীতে ভর্তির সুযোগ পেয়েছে তারা সবাই ভর্তির সুযোগ পাবে। এ ক্ষেত্রে বয়স কোন সমস্যা হবে না।
মানববন্ধনে অংশ গ্রহণ করা এক অভিভাবক বলেন, আমার ছেলে এবার জিলাস্কুলে তৃতীয় শ্রেণির ভর্তির সুযোগ পেয়েছে। ভর্তিও করিয়েছি। স্বাভাবিকভাবেই স্কুল ড্রেস বানিয়েছি। এর পরই জানতে পারি বয়সের জটিলতার কারণে ভর্তি স্থগিত করা হয়েছে। আমার মত অনেক শিক্ষার্থী রয়েছে যাদের একই সমস্যা। তিনি আরো বলেন, অনলাইনে যখন আমরা আবেদন করেছি তখন বয়সের কোন বিষয় ছিলো না। নীতিমালাও বয়সের বিষয়ে কিছু উল্লেখ নেই। মাঝপথে স্কুল কর্তৃপক্ষ বয়সের দোহাই দিয়ে আমাদের সন্তানদের ভর্তি বাতিল করতে চাইছে।
মানববন্ধন চলাকালেই বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে কথা বলেন জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন। এরপরই তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের আশ্বস্ত করেন যে কারো ভর্তি বাতিল হবে না।