4:11 pm , December 24, 2024
খবর বিজ্ঞপ্তি ॥ বরিশাল বিশ^বিদ্যালয় ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ এর উপাচার্য এর সভাকক্ষে এ স্মারক স্বাক্ষরিত হয়। বরিশাল বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ??চিতা শরমিন এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ এর উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহবুব-উল-আলম এর উপস্থিতিতে উভয় প্রতিষ্ঠানের পক্ষে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বরিশাল বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মনিরুল ইসলাম এবং বিইউপির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল াব্বি আহসান। একাডেমিক কার্যক্রম, প্রশিক্ষণ, গবেষণা, সাংস্কৃতিক কার্যক্রমসহ প্রশাসনিক বিভিন্ন বিষয়ে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এ সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। এর ফলে উভয় বিশ^বিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার পথ আরো সুগম হবে। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিশ^বিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন ড. মোহাম্মদ তানভীর কায়ছার, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক এবং সহকারী প্রক্টর মারুফা আক্তার।