নলছিটিতে তিন জুয়াড়ি আটক নলছিটিতে তিন জুয়াড়ি আটক - ajkerparibartan.com
নলছিটিতে তিন জুয়াড়ি আটক

4:08 pm , December 24, 2024

নলছিটি প্রতিবেদক ॥ নলছিটিতে জুয়ার আসর থেকে তিন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার নাচনমহল গ্রামের হামেদ মল্লিকের বাড়ির পেছনের বাগান থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ১১ হাজার টাকা ও জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো:  অরুন দাস (৪৮), আব্দুর রহমান আরিন্দা (৪২) ও জসিম মোল্লা (৪৩)।
পুলিশ জানায়, সোমবার রাতে পুলিশের একটি টহল দল নাচনমহল ইউনিয়নের হামেদ মল্লিকের বাড়ির সামনে থেকে যাওয়ার সময় পেছনের বাগানে জুয়ার বোর্ড বসানো দেখতে পায়। সেখানে গেলে কয়েকজন জুয়ারি পুলিশ দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ ধাওয়া করে অরুন দাস, আব্দুর রহমান আরিন্দা ও জসিম মোল্লাকে আটক করে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT