4:07 pm , December 24, 2024
গৌরনদী প্রতিবেদক ॥ গৌরনদী উপজেলার মৈস্তারকান্দি গ্রামে সোমবার দিবাগত রাতে সেনা সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক ও অস্ত্রসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ ঘটনায় মঙ্গলবার থানায় একটি মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।
গৌরনদী সেনাক্যাম্প ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী সেনা ক্যাম্পের সদস্যরা সোমবার দিবাগত রাতে গৌরনদী উপজেলার মৈস্তারকান্দি গ্রামের সিরাজ মাঝির বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে মাদক ব্যবসায়ী শাহিন মাঝি কে গ্রেপ্তার করে এবং ঘর তল্লাসি চালিয়ে ৩৮০ পিস ইয়াবা, দেড় কেজি গাঁজা, ধারালো অস্ত্র, পাইপ, নগদ টাকা, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করে। পরবর্তিতে মাদক ব্যবসায়ী শাহিন মাঝিকে জিজ্ঞাসাবাদ করে তার সহযোগী মাদক ব্যবসায়ী সুভাষ মন্ডলকে আটক করা হয়। সুভাষ মন্ডল একই গ্রামের সুবল মন্ডলের ছেলে। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইউনুস মিয়া জানান, এ ঘটনায় সহকারী পরিদর্শক (এসআই) মোঃ জুয়েল বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে।