সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে মুলাদীতে বিক্ষোভ সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে মুলাদীতে বিক্ষোভ - ajkerparibartan.com
সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে মুলাদীতে বিক্ষোভ

4:04 pm , December 24, 2024

মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে তাবলীগের সাদপন্থীদের নিষিদ্ধসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় মুলাদী উপজেলা সদরে এই বিক্ষোভ মিছিল করা হয়। পরে বিক্ষোভকারীরা প্রধান উপদেষ্টা বরাবর টঙ্গীর ইজতেমা মাঠে হত্যার বিচার, আহতদের সুচিকিৎসাসহ ৭ দফা দাবিতে উপজেলা নির্বাহীর কাছে স্মারকলিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, মুলাদী ট্রলারঘাট জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. বাকী বিল্লাহ, থানা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. শহীদুল ইসলাম, মাওলানা মো. সোলায়মান সরদার, মাওলানা মো. রফিকুল ইসলাম, মুফতি হাফিজ আহমদ, মাওলানা সোলায়মান বিশ্বাস, মুফতি হাবিবুল্লাহ, হাফেজ আব্দুল করিম, মাওলানা আবুল কালাম জাফরী, হাফেজ আবুল কালামসহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, ওলামা মাশায়েখ ও ধর্মপ্রাণ তৌহিদী জনতা।
মিছিল শেষে কেন্দ্রিয় ঈদগাহে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিক্ষোভকারীরা। এসময় বক্তারা বলেন, টঙ্গীর ইজতেমা ময়দানে সাদপন্থী সন্ত্রাসীরা গভীর রাতে হামলা চালিয়ে ৭জনকে হত্যা করেছে। অসংখ্য ধর্মপ্রাণ মুসুল্লীকে আহত করেছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচার এবং সাদপন্থীদের নিষিদ্ধ করতে হবে। এছাড়া উপজেলার কোনো মসজিদে সাদপন্থী তাবলীগ জামায়াতকে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও ঘোষণা দেন বিক্ষোভকারীরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT