4:03 pm , December 24, 2024
ভোলা প্রতিবেদক ॥ ঢাকার ইস্তেমার ময়দানে মুসল্লীদের উপর হামলা ও হত্যার প্রতিবাদে ভোলায় অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেছেন মুসল্লীরা। ভোলা জেলা ওলামা মাশায়েখ ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
গতকাল সকাল ১০টা থেকে অবস্থান কর্মসূচিতে জেলার প্রতিটি উপজেলা থেকে হাজার হাজার ওলামা মাশায়েখ ও সর্বস্তরের তৌহিদী জনতা অংশ নেন। মাওলানা শফিউদ্দিন এর সভাপতিত্বে অবস্থান কর্মসূচি ও সমাবেশে বক্তব্য রাখেন,মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম, মিজানুর রহমান, বশির আহমেদ, আতাউর রহমান, মুফতী ইয়াছিন নবী পুরী। এসময় তারা ঘোষণা দেন তাদের দাবী ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতার না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। শহরের হাটখোলা মসজিদ,মহাজনপট্রি,চকবাজার,নতুন বাজার,সদর রোড,বাংলাস্কুল মোড় পর্যন্ত অবস্থান নেয় মুসুল্লীরা। যে কারণে পুরো শহর অচল হয়ে পড়ে। এসময় বক্তারা বলেন,ভারতের দালালরা টঙ্গীর ময়দান হত্যাকান্ড চালায়। ভারত এখনো আমাদের মাঝে বিভেদ সৃষ্টিতে ব্যস্ত রয়েছে।
এদিকে মুসল্লীদের অবস্থান কর্মসূচিতে অনেকেই পানি ও শুকনো খাবার দিয়ে সহযোগীতা করেছেন। সেচ্ছাসেবকরা পুরো শহরের শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণে ট্রাফিকের দায়িত্ব পালন করেন।
সমাবেশ শেষ হয় বিকেল ৪টায়। সমাবেশ চলাকালে তুচ্ছ ঘটনার জেরে সেচ্ছাসেবকদের লাঠির আঘাতে সাংবাদিক ছিদ্দিক উল্লাহ সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনার নিন্দা জানিয়েছেন সাংবাদিকরা।