লালমোহনে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ লালমোহনে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ - ajkerparibartan.com
লালমোহনে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

4:03 pm , December 24, 2024

লালমোহন প্রতিবেদক ॥ ভোলার লালমোহন পৌরশহরে স্মরণকালের সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরশহরের বিভিন্নস্থানে ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. শাহ আজিজের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে ফুটপাত দখল করে রাখা দেড় শতাধিক দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. শাহ আজিজ বলেন, ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট নির্মাণের ফলে পৌরশহরের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। যার জন্য স্থানীয়রা দীর্ঘদিন ধরে ফুটপাত দখলমুক্ত করার দাবি জানাচ্ছিলেন। ওই দাবির ভিত্তিতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে এরআগে এসব স্থাপনা সরিয়ে নিতে তাদের কয়েকবার নোটিশসহ মাইকিং করা হয়েছে। তবুও তারা নিজেদের ইচ্ছায় ফুটপাত ছাড়েননি। যার জন্য উচ্ছেদ অভিযানের মাধ্যমে পৌরশহরের বিভিন্ন এলাকার অন্তত দেড় শতাধিক অবৈধ দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। খুব শিগগিরই এসব স্থানে সৌন্দর্য বর্ধনের জন্য কাজ শুরু করা হবে। এছাড়া অবৈধ দখলের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।
উচ্ছেদ অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ফিরোজ কবির, লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT