3:42 pm , December 23, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ আগামী ৬০ থেকে ৯০দিনের মধ্যে বরিশাল বিভাগের অধীন মহানগর ও সকল জেলা বিএনপির কার্যকরী কমিটি সম্মেলনের মাধ্যমে গঠনের নির্দেশনা দিয়ে কেন্দ্র থেকে চিঠি ইস্যু করা হয়েছিল গত ২৬শে নভেম্বর। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত পত্রে দ্রুত সময়ের মধ্যে সম্মেলন সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়। ওই চিঠি প্রাপ্তির ১৮ দিন পর গত ১৩ ডিসেম্বর মহানগর ও ৬ জেলা বিএনপির নেতাদের সাথে বৈঠক করে বিভাগীয় দলনেতা আব্দুল আউয়াল মিন্টু। সভায় জানানো হয়েছিল ‘আগামী ৭ দিনের মধ্যে সকল ইউনিটের ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা/পৌর কমিটি ভেঙ্গে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে’। সেই সিদ্ধান্ত মোতাবেক গতকাল সোমবার বিকেলে কমিটি বিলুপ্ত করে চিঠি দিয়েছেন বিএনপির সহ সভাপতি আব্দুল আউয়াল মিন্টু। তবে আগের কমিটি নয় ২৫ নভেম্বরের পরে যেসব কমিটি গঠন করা হয়েছিল সেইসব কমিটি।
জেলা ও মহানগর বিএনপির আহবায়ক এবং সদস্য সচিব বরাবর প্রেরিত চিঠিতে বলা হয়েছে ‘ গত ২৫ নভেম্বর বরিশাল বিভাগের সকল ইউনিট কমিটির কাউন্সিল ও সম্মেলন সমাপ্ত করার লক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যার এর নির্দেশ অনুযায়ী দপ্তর কর্তৃক চিঠি প্রদান করার পর আপনাদের অধীন যে সকল ইউনিটের ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা/পৌরসভাসমূহ গঠন করা হয়েছে তা বাতিল করা হলো। কাউন্সিলর ও সম্মেলন করার লক্ষে সাংগঠনিক নিয়মবহির্ভূতভাবে গঠিত বরিশাল বিভাগের অধীন সকল ইউনিট কমিটির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত দেওয়া হবে’।