মুলাদীতে জমি নিয়ে বিরোধে যুবককে নির্মম নির্যাতন মুলাদীতে জমি নিয়ে বিরোধে যুবককে নির্মম নির্যাতন - ajkerparibartan.com
মুলাদীতে জমি নিয়ে বিরোধে যুবককে নির্মম নির্যাতন

3:37 pm , December 23, 2024

মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে জমি বিরোধের জেরধরে যুবককে গাছের সঙ্গে হাত-পা বেঁধে বৈদ্যুতিক শক দিয়ে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের লোকজন রাতের আধারে ধরে নিয়ে রিয়াদ (৩৫) নামের ওই যুবকের ওপর নির্যাতন চালায় বলে দাবি করেছেন তার স্বজনেরা। রিয়াদ উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামের আব্দুর রব চৌকিদারের ছেলে। গত রোববার রাত সাড়ে ৮টার দিকে ভেদুরিয়া খেয়াঘাটের পশ্চিম দিকে দুলাল খানের বাড়ি সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। একই গ্রামের লোবান চৌকিদারের ছেলে যুবলীগ কর্মী সাদ্দাম, বাচ্চু ব্যাপারীসহ ৭/৮জনের বিরুদ্ধে এই নির্যাতনের অভিযোগ করেছেন আহত যুবকের ভাই জুয়েলচৌকিদার। জুয়েল চৌকিদার জানান, তার ভাই রিয়াদ রোববার রাতে শরীয়তপুরের গোসাইরহাট থেকে ভেদুরিয়া খেয়াঘাট হয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি খেয়াঘাটের কিছুটা পশ্চিম দিকে পৌঁছালে দুর্বৃত্তরা পথরোধ করে রিয়াদকে এলোপাথারি মারধর করে বাম হাত ভেঙে দেয়। একপর্যায়ে তারা রিয়াদের হাত-পা গাছের সঙ্গে বেঁেধ ফেলে। পরে বিদ্যুতের লাইনের সঙ্গে তার দিয়ে রিয়াদের হাত-পায়ে শক দেয়। এতে রিয়াদের দুই হাত-পা পুড়ে যায় এবং পায়ের মাংশ খসে পড়ে। ডাকচিৎকারে পার্শ্ববর্তী বাড়ির দুলাল খানসহ অন্যান্য এসে তাকে উদ্ধার করে রাতেই মুলাদী হাসপাতলে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে অবস্থার অবনতি হলে রিয়াদকে ঢাকা নিয়ে যান স্বজনরা।
আহত রিয়াদের স্ত্রী ফারজানা বেগম বলেন, চরমালিয়া মৌজায় একটি জমি নিয়ে বাচ্চু ব্যাপারী, জলিল ব্যাপারী, নাসির উদ্দিন, রমজান ব্যাপারী ও তাদের লোকজনের বিরোধ চলছে। ওই বিরোধের জেরধরে ইতিপূর্বে তারা রিয়াদের ওপর হামলা করেছিলো। রোববার রাতে তাকে হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা বৈদ্যুতিক শক দিয়ে মারাত্মক আহত করেছে।
এব্যাপারে বাচ্চু ব্যাপারী কিংবা যুবলীগ কর্মী সাদ্দাম চৌকিদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তোফাজ্জেল হোসেন বলেন, বিদ্যুতের শকে রিয়াদের দুই হাতের আঙ্গুল পুড়ে বেঁকে গেছে এবং পায়ের মাংশ পুড়ে খসে পড়েছে। এছাড়া তাঁর বাম হাত ভাঙা জখম থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল পাঠানো হয়েছে।
এব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম বলেন, বিদ্যুতের শকে এক যুবক আহত হয়েছেন বলে শুনেছি। এবিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT