খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন কাল খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন কাল - ajkerparibartan.com
খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন কাল

3:37 pm , December 23, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ খ্রিস্টান ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব বড়দিনকে সামনে রেখে বিভিন্ন চার্চে বিরাজ করছে সাজ সাজ রব। আগামীকাল ২৫ ডিসেম্বর বুধবার দিনটি উদযাপনে নগরীর অক্সফোর্ড, ব্যাপ্টিস্ট এবং ক্যাথলিক চার্চে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান। বর্ণিল আলোকসজ্জায় সেজেছে চার্চ সহ আশপাশের পুরো এলাকা। শুধু চার্চ ই নয় বড়দিন উপলক্ষে নগরীর নামি দামি সকল রেঁস্তোরাগুলোতেও করা হয়েছে বড়দিনের আদলে সাজসজ্জা। এছাড়া বিভিন্ন খ্রিস্টান কলোনীগুলোতে দিনটি উদযাপনের জন্য করা হয়েছে নানা ধরনের আয়োজন। অন্যদিকে বড়দিনের আয়োজন নির্বিঘœ করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বড়দিনের প্রথম প্রহরে প্রার্থনা, কীর্ত্তণ, বাইবেল পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে যীশু খ্রিস্টের জন্মদিন পালন করবেন ভক্তরা। নগরীর প্রাণকেন্দ্র সদর রোড’র ক্যাথলিক ও সেন্ট পিটার্স চার্চে বড়দিনকে ঘিরে আয়োজন করা হয়েছে মূল অনুষ্ঠানের। সকাল থেকে খ্রিস্টের সকল ভক্তসহ তার অনুসারীরা প্রার্থনায় অংশ নেবেন এ চার্চে। বড়দিন উদযাপনে জেলায় ছোট-বড় প্রায় শতাধিক গির্জা সাজানো হয়েছে নতুন রূপে।
সরেজমিনে দেখা গেছে, সবগুলো গির্জা সেজেছে নতুন রূপে। চার্চে শিশু যীশুর জন্মস্থান বেথলেহেম সিটির নাজারেত পাড়ার আদলে প্রতীকী সাজানো হয়েছে। নগরীর ব্যাপ্টিস্ট মিশন রোড, কলেজ রো সড়ক, নবগ্রাম রোড গোলপুকুর পাড়, সাগরদী, কাশিপুর, মতাশার খ্রিস্টান কলোনীসহ খ্রিস্টান অধ্যুষিত এলাকাগুলোয়  করা হয়েছে আলোকসজ্জা ও তোরণ নির্মাণ। এদিকে উৎসবমুখর পরিবেশে দিনটি পালন করার লক্ষ্যে বরিশাল মহানগরসহ জেলাজুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। উপাসনালয়গুলোর চারপাশে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি। পুলিশের পক্ষ থেকে পেট্রোলিং এবং চেকপোস্টের কার্যক্রম চলছে। এ উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় গত ১৯ ডিসেম্বর।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT