3:33 pm , December 23, 2024
ভোলা প্রতিবেদক ॥ ভোলার মনপুরা উপজেলার ঢালচর এলাকার বিরোধপুর্ণ জমির ধানকাটা নিয়ে টান টান উত্তেজনার মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসময় উভয় পক্ষকে বিরোধ নিস্পত্তি না হওয়া পর্যন্ত শান্ত থাকা এবং বিরোধীয় জমিতে কিছু না করার নির্দেশনা দিয়েছেন।
মনপুরার ঢালচরে পাকা ধান ও হাতিয়ার জলদস্যু এবং ভুমিদস্যুদের অত্যাচারে আতংকিত এলাকার মানুষ। রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা নিয়ে সংবাদ প্রচার করা হয়। এ খবর দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মো: সাইদুজ্জামান, মনপুরা থানার ওসি মো: আহসান কবিরসহ নৌ-বাহিনী,কোষ্টগার্ড এবং পুলিশ সদস্যরা ঢালচর এলাকায় সরেজমিন আসেন। এসময় হাতিয়া গ্রুপের শত শত মানুষ ঐ জমিতে জড়ো হন। পরিস্থিতি শান্ত রাখতে উভয়ের সাথে কথা বলেন প্রশাসনের কর্মকর্তারা। একই সাথে বিরোধ নিস্পত্তি না হওয়া পর্যন্ত জমিতে কিছু না করার জন্য উভয়ের প্রতি আহবান জানান উপজেলা নির্বাহী কর্মকতা।